ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আমদানিকৃত প্রথম স্বর্ণ চালানের আনুষ্ঠানিক বিক্রি উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

দেশীয় স্বর্ণ শিল্পের বিকাশ ও রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে স্বর্ণ নীতিমালা ২০১৮ এর বিধান অনুসরণ করে অনুমোদিত গোল্ড ডিলার হিসেবে গত ৩০ জুন দেশের ইতিহাসে প্রথম বারের মতে স্বর্ণবার আমদানি করে ডায়মন্ড ওয়ার্ল্ড। এই আমদানিকৃত স্বর্ণের আনুষ্ঠানিক বিক্রি উদ্বোধন করেন এফবিসিসিআই এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

এ সময়ে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর ভাইস-প্রেসিডেন্ট ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা সহ অন্যান্য পরিচালকবৃন্দ।

এ সময়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের এই নেতা স্বর্ণ আমদানিতে এ ধরণের মাইলফলক অর্জনের জন্য ডায়মন্ড ওয়ার্ল্ড ও এর ব্যবস্থাপনা পরিচালকে অভিনন্দন জানান এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে মুক্ত বাণিজ্যের এই সময়ে ডায়মন্ড ওয়ার্ল্ড ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো উল্লেখ্যযোগ্য ভুমিকা রাখবে।

উল্লেখ্য এর আগে ডায়মন্ড ওয়ার্ল্ডই বাংলাদেশে প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান হিসেবে আইএম ৪ এর মাধ্যমে রাফ বা অমসৃন ডায়মন্ড আমদানি করে কাটিং ও পলিশিং করে পলিশড ডায়মন্ড বিদেশে রপ্তানি করে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি